মোঃ আরিয়ান আরিফ:
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় করার লক্ষে হেল্প ডেস্ক চালু করছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। এতে ভর্তিচ্ছুরা খুশির পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি নির্দেশনা ও মাসব্যাপী বিনামূল্যে আবেদনের কার্যক্রম চালু করা হয়।
প্রথম দিনে প্রায় ২২জন শিক্ষার্থীর ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করে খুবই ভালো সাড়া ফেলে ছাত্রদলের কর্মীরা।
এদিকে ভোলা সরকারি কলেজে এমন ব্যাতিক্রম উদ্যোগের সাধুবাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন স্যারসহ অন্যন্য বিভাগের শিক্ষকরা।ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটন, যুগ্ম আহবায়ক আরাফাত ইসলাম (ইফতি), আশরাফ জামান, তানভীর হোসেন শুভ, ১নং আহবায়ক সদস্য আব্বাস উদ্দিন তাঞ্জিল, রায়হান তালুকদারসহ কলেজ ছাত্রদল নেতা আব্দুস সামাদ, ফজলে রাব্বি ও জাকারিয়া আরিফ।
You cannot copy content of this page