স্টাফ রিপোর্টার:
সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভোলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে শহরের কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহসুদ এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন।
যৌথবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্টের আওতায় ভোলা নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে দোস্ত মাহমুদ ও মো. হেলাল উদ্দিন নামের দুজনকে আটক করেছে।
অভিযানে ভোলা কোস্টগার্ড, র্যাব ও ভোলা সদর থানা পুলিশ অংশগ্রহণ করে। আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
You cannot copy content of this page