মোঃ আরিয়ান আরিফ :
বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে ।
মিছিলটি বের হয়ে শহরের বরিশাল দলান চত্বর গেলে পুলিশি ব্যারিকেটে মূূল শহরে প্রবেশ করতে না পারায় পুনোরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।
এ সময় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন , সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শরিফ, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জুসহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্রলীগ ন্যাক্কারজনকভাবে কোটাবিরাধী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর যেভাবে হামলা চালিয়েছে তা ৭১-এর পাকিস্তানি বর্বরোচিত ঘটনাকে হার মানিয়েছে । দেশের মানুষ যে পরাধীন তা আবারো প্রমাণ হলো। এমন ঘটনায় জড়িতদর বিচারের দাবি জানান তারা।
You cannot copy content of this page