মোঃ আরিয়ান আরিফ:
চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ভোলার আইনজীবীরা।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ভোলা জেলা আইনজীবী সমিতির সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীদের ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জিপি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত পিপি মো: ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: ইফতারুল হাসান শরীফ, অতিরিক্ত এজিপি মোঃ ইলিয়াস সুমন, অ্যাড. মোঃ মহিউদ্দিন হেলাল, অ্যাড. মো: তুহা, এজিপি জিয়াউর রহমান,মো: মহাসিন, এপিপি আরিফুর রহমান, আদিল মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা ইসকনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: ফরিদুর রহমান, অতিরিক্ত পিপি মোঃ সফিউল্লাহ, এপিপি অ্যাড. রেজাউল করিম ফারুক, শাহ আহসান উল্যাজ সুমন, অ্যাড. বাবলু হাসান, অ্যাড. মো: আলমগীর হোসেন, অ্যাড. হাসনাইন, অ্যাড. আবু সাঈদ খুদরি,অ্যাড. মোঃ মহিবুল্লাহ রাব্বি, অ্যাড. এনায়েত, অ্যাড. আব্দুল্লাহ আল ইসলাম ফাহাদ, অ্যাড. ইমরান, ফরহাদ হোসেন, মোঃ মঞ্জু, মোঃ মনসুর, পলাশ প্রমুখসহ আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীরা।
You cannot copy content of this page