চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নৌবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মাঝি (৩৭) ও সিদ্দিক মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের বসত ঘর থেকে ২টি মোবাইল ফোন, ১ টি মোটর সাইকেল ও নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যৌথ অভিযান পরিচালনার সময় নৌবাহিনীর সাথে শশীভূষণ থানা পুলিশ অংশগ্রহণ করেন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী লালমোহন ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক। গ্রেফতারকৃত লিটন মাঝি শশীভূষণ থানার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের হাজী মোহাম্মদ আলী মাঝির ছেলে ও সিদ্দিক মোল্লা একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে।
লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক জানান, শুক্রবার রাত ১১টার দিকে তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মাঝি (৩৭) ও সিদ্দিক মোল্লাকে (২৫) গ্রেফতার করেন। এসময় তাদের তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন যায়গা থেকে ২টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল ও নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবাসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page