ডেস্ক রিপোর্ট :-
বৃষ্টি উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে ভোলায় গণমিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত সড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলে ছাত্রজনতার পাশাপাশি অভিভাবকরাও যুক্ত হন। এসময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে। এ সময় তারা গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়।
এর আগে সদর রোডের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে কোটাবিরোধী আন্দোলনের ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে ছাত্রদের সাথে সাধারণ জনগণও অংশগ্রহণ করে। মিছিলটি বাংলাস্কুল মোড়, কালিবাড়ী মোড়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন গোল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, যে সরকার আমাদের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করে এমন সরকার আমাদের দরকার নেই। প্রতিটা ফোঁটা রক্তের জবাব দিতে হবে। তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ কত জনকে গ্রেফতার করবে ? সেই পরিমান ধারন ক্ষমতা দেশের কারাগারগুলোতে নেই।
তারা আরও বলেন, ৯ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেনে, যতদিন আন্দোলন সফল না হবে ততদিন পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ না করার আহ্বান জানান তারা। গণমিছিলের আগে জুমআর নামাজ শেষে ভোলার প্রত্যেকটি মসজিদে দেশের পরিস্থিতি, নিহত এবং আহতদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে মিছিলকে ঘিরে শহরে পুলিশ, ডিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ছিলো শতর্ক অবস্থানে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
You cannot copy content of this page