মোঃ আরিয়ান আরিফ।।
নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণোয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবীতে ভোলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় ভোলা শহরের কে জাহান মার্কেটের সামনে মাওলানা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা তরিকুল ইসলাম, ভোলা জেলা জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল জলিল প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবি জানিয়ে বলেন, নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বাজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। তা না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহাল না করলে ব্রাকের পণ্য বর্জনের হুশিয়ারী দেন।
You cannot copy content of this page