মো: আরিয়ান আরিফ।।
হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্লগার আসাদ নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা ব্যবহার করার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (৯ই আগষ্ট) সকাল ১০টায় ভোলার সদর আলতাজের রহমান কলেজের শিক্ষার্থীদের উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে আলতাজের রহমান কলেজ শিক্ষার্থী মোঃ হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন এর ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মোমতাজী, শিক্ষক ইয়ারুল আলম হেলাল, সাংবাদিক ইয়ামিন হোসেন প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থী ও বক্তৃতা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। এবং আল্লাহ রাসুল (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি জানাচ্ছি।
You cannot copy content of this page