স্টাফ রিপোর্টার:
ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে মোহাম্মদ গাজী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর কলমি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মঙ্গল গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। মোহাম্মদ গাজী ওই এলাকার আবদুল মালেক গাজীর ছেলে।
মোহাম্মদ গাজীর জামাতা মোহাম্মদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গত সোমবার বাড়ির গাছ উপড়ে পড়ে চলাচল ব্যাহত হচ্ছিল। শ্রমিক না পেয়ে তাঁর শ্বশুর মোহাম্মদ গাজী আজ সকালে নিজেই গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি টুকরা তাঁর বুকে এসে পড়ে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
মোহাম্মদ গাজীর জামাতা মোহাম্মদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গত সোমবার বাড়ির গাছ উপড়ে পড়ে চলাচল ব্যাহত হচ্ছিল। শ্রমিক না পেয়ে তাঁর শ্বশুর মোহাম্মদ গাজী আজ সকালে নিজেই গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি টুকরা তাঁর বুকে এসে পড়ে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page