স্টাফ রিপোর্টার:
ভোলায় বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ মার্চ) বিকেলে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্টের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরীফ ইসলাম বাবরেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিয়ান আরমান আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তোয়ব, বিশেষ অতিথির ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা হ্যাপি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসনাঈন তানভীর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী এমরান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, অন্তর হাওলাদার প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি আকতার হোসেন, নিজাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী, সহ সাংগঠনিক সরোয়ারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
You cannot copy content of this page