মোঃ আরিয়ান আরিফ:
ভোলায় “ফুড প্রেস এন্ড রুফটপ” রেস্টুরেন্টের
শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বাদ আছর ভোলা শহরের উকিল পাড়াস্থ দি প্যাপিলন হোটেল সংলগ্ন ফুড প্রেস এন্ড রুফটপ রেস্টুরেন্টে এক দোয়া মাহফিলের মধ্যদিয়ে শুভ সূচনা হয়। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন
ফারুক সিকদার, সাবেক কাউন্সিলর বশির হাওলাদার, ভোলা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মীর মোস্তাফিজুর রহমান রনি, জাকির হোসেন মনির, আকবর আকন, মিজানুর রহমান মাসুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উকিল পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন।
ফুড প্রেস এন্ড রুফটপ” রেস্টুরেন্টের স্বল্প মূল্যে অত্যন্ত মনোরম পরিবেশে মানসম্মত ও সু-সাদু খাবার পাওয়া যায় বলে জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
এই রেস্টুরেন্টের উদ্যোক্তা নবির হাসান বলেন, ভোলার মানুষের এই রেস্টুরেন্টের মাধ্যমে নতুন কিছু স্বাদ উপহার দিতে চাই। আশা করছি ভোক্তারা একবার এসে যাচাই করলে ভালো রিভিউ পাবো।
You cannot copy content of this page