স্টাফ রিপোর্টারঃ ভোলার চরফ্যাশনে রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণে আলামিন মাঝি (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফিরোজ নামে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল নেওয়া হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন ওই উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জলিল মাঝি বাড়ির আব্দুল জলিল মাঝির ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে আলামিনের নেতৃত্বে ফিরোজসহ কয়েকজন রাইস মিলের বয়লারে সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। এরপরই হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। এছাড়া ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,ভোরে চলন্ত রাইস মিলের বয়লার মেশিন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় ও দুজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
You cannot copy content of this page