স্টাফ রিপোর্টার:
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, ভোলা পৌরসভার সাবেক মেয়র শফিউর রহমান কিরণ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজকের এ দিনে ভোলা হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এটি ভোলার মানুষের জন্য একটি স্মরণীয় দিন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকবাহিনী টিকতে না পেরে লঞ্চযোগে এদিন সকালে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তিকামী জনতা বিজয় উল্লাস করে।ভোলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন ও জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page