মোঃ আরিয়ান আরিফ:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বয়স অনেক অসুস্থ। তাকে রাজনৈতিক মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলখানা বন্দী করছে। তারপরও তিনি বিএনপির তৃণমুলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় নাই। অথচ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে উনি ওনার দাদাবাবুর দেশ ভারতে বসে আছে। ভারতে বসে প্রতিনিহত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লালমোহন বাজার এলাকায় পথসভা তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন পথসভা শেষে নাজমুল হাসানের নেতৃত্বে লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন বাজারে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
নাজমুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের প্রতি বিরূপ ধারণা পোষণ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন,কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম, মাকসুদুর রহমান হিরন, যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার স্থানীয় সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page