মোঃ আরিয়ান আরিফ:
ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ বলেছেন, পৃথিবী থেকে দুইটা শব্দ মানুষের ক্ষেত্রে থাকবে না, একটা হচ্ছে সংখ্যালঘু আরেকটা হচ্ছে সংখ্যাগুরু এই দুইটা শব্দ হচ্ছে অভিশাপ আমাদের জন্যে। আমরা রাজনীতি করতে গেলেও কিংবা কোন কাজ করতে গেলেও, আমরা পেশাদারিত্ব ক্ষেত্রেও আমরা ধর্মকে নিয়ে আসি। না আমাদের ধর্মটা আমাদের এই মন্দিরের মধ্যে বেঁচে থাকুক। এইখানে আমরা রাজনীতি না ফলাই।
তিনি আরও বলেন, ৭১ বছর হলো ভোলার একটি পূজা মন্ডপ একটা আমাদের গর্বে বিষয়। কত বড় পূজো এটা বড় কথা না। কতদিনের ঐতিহ্য বাহন করে এটা আমাদের কাছে বিশাল ব্যাপার।
বুধবার ( ৯ অক্টোবর) ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠ পূজা মণ্ডপে সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
আরে আগে ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম যুগ্ম আহ্বায়ক আ. রব আকন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, যুবদল নেতা নাজিমউদ্দিন নিক্সন,সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা প্রমূখ।
You cannot copy content of this page