দৌলতখান প্রতিনিধি।।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এ চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পেয়েছেন, দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজ।
জানা গেছে, সাঈদীর মৃত্যুর সংবাদে এসব উপজেলা ছাত্রলীগ নেতারা তাদের ফেসবুক ওয়ালে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কেউ কেউ লিখেন, ‘নক্ষত্রের বিদায়ে ভূমিকম্প হলো। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুণ।’ এরপরই এ নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি বিষয় জানানো হয়।
ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
You cannot copy content of this page