স্টাফ রিপোর্টার:
স্পিডবোট দূর্ঘটনায় নিহত ভোলার দৌলতখান উপজেলা ভূমি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর ইমরান হোসেন ইমনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ আছর ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের তার নিজ বাড়ির প্রাঙ্গণে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন পাটোয়ারী জামে মসজিদের ইমাম হাফেজ মো. ইয়াছিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলে প্রবেশমুখে জনতার হাট এলাকা স্পিডবোটের দুর্ঘটনা ঘটে। এর পরপরই জালিস মাহমুদ নামের এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। রোববার ইরান হোসেন ইমনসহ আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
You cannot copy content of this page