1. mail.bholaprotidin@gmail.com : admin :
  2. sh.sakil@gmail.com : News Desk : Desk News
  3. admin@bholaprotidin.com.bd : admin :
  4. zakirjournalist@yahoo.com : zakir :
ভোলায় গ্যাসভিত্তিক শিল্পায়নের দাবি বাস্তবায়নে লংমার্চ করার সিদ্ধান্ত - ভোলা প্রতিদিন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা “ ভোলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ। সুস্হ্য ধারার নাটক নির্মান করে প্রশংসায় ভাসছেন প্রযোজক- মীর ফখরুদ্দিন ছোটন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, সিদ্ধান্ত দেবে আদালত খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার। বরিশাল বিভাগীয় রোডমার্চ সফল করতে ভোলা ছাত্রদলের প্রস্তুতি সভা। ভোলায় বি‌দেশী পিস্তল ও গু‌লিসহ এক যুবক আটক ভোলায় বিদেশী পিস্তল ও গু‌লিসহ যুবক আটক ভোলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চরফ্যাশনে এসিআই মটরস্’র সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সেরা প্রশিক্ষক নির্বাচিত হলেন ভোলার ইউসুফ ইফতি

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পায়নের দাবি বাস্তবায়নে লংমার্চ করার সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণ ও জেলায় গ্যাসভিত্তিক শিল্পায়নের আগে এখানকার মজুদকৃত গ্যাস এলএনজি করে সিলিন্ডারের মাধ্যমে অন্যত্র নিতে দেয়া হবে না। বৃহস্পতিবার (১৫ জুন) নাগরিক সমাজের এক বৈঠকে এমন ঘোষণা দেয়া হয়। গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা কোম্পানী সুন্দরবন ডিস্টিবিউশন লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন কোম্পানীর গোপান চুক্তি বাতিলের দাবি জানানো হয় ওই বৈঠকে। সিলিন্ডারে গ্যাস নেয়ার জন্য ইতিমধ্যে ইন্ট্রাকো কোম্পানী ভোলার জেলা সদরের বেপারী বাজার ও ইলিশা এলাকায় দুটি স্টেশন নির্মাণের কাজ শুরু করেছে।

নাগরিক কমিটির সভায় এর তীব্র প্রতিবাদ জানানো হয়। ভোলায় অনুষ্ঠিত ওই সভায় বরিশাল থেকে অংশ নেন দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের নেতা ডাঃ মনিষা চক্রবর্তী। তিনি ভোলা-বরিশালের ব্রীজ নির্মাণের দাবি পূরণের মধ্য দিয়ে ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পায়নের প্রস্তাব তুলে ধরেন।

ঘরে ঘরে গ্যাস সংযোগ চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি ডাঃ মনিষা চক্রবর্তী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, প্রথম আলো প্রতিনিধি নেয়ামতউল্লাহ, গ্যাস সংযোগ ঠিকাদার সমিতির সম্পাদক আব্দুল জলিল, ওই সংগঠনের সহসভাপতি রবিউল আলম, ইমাম সমিতির সম্পাদক বনি আমিন, কলেজ শিক্ষক আব্দুল বাছেদ, বরিশাল বাসদের নেতা মানিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। পরে মজুদ গ্যাস দিয়ে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্পায়নের দাবিতে লংমার্চ করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ২০১৮ সালে ভোলা-বরিশাল ব্রিজ নির্মানে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান হয়।

এই সময় বক্তারা জানান, ভোলা থেকে চট্টগ্রাম, মংলা, পয়রাবন্দরসহ ২১ জেলার সহজ যোগযোগ সুবিধা রয়েছে। ফলে মজুদ গ্যাস দিয়ে ভোলায় শিল্পায়ান হলে এর উৎপাদিত পণ্য সহজে দেশের বিভিন্ন প্রান্তে নেয়া যাবে। এ জন্য ভোলা-বরিশাল ব্রীজ নির্মানের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে।

এদিকে বাপেক্স সূত্রে জানা যায়, ভোলা জেলায় বর্তমানে ৯টি কূপ খনন করা হয়েছে। প্রাথমিকভাবে মজুদ পাওয়া গেছে প্রায় পোনে দুই ট্রিলিয়ান ঘনফুট। নতুন করে আরো ৫টি কূপ খননের বিষয়টি প্রক্রিয়াধিন। এতে আরো দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনরা রয়েছে। ফলে বিপুল পরিমান গ্যাস দিয়ে জেলায় সহজেই শিল্পকারখানা গড়ে ওঠার সুযোগ রয়েছে বলেও জানান বাপেক্স কর্মকর্তারা।

এদিকে সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ভোলার দায়িত্বে থাকা ডিজিএম মোস্তাফিজুর রহমান জানান, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ঢাকার শিল্পকারখানা সচল রাখতে সিলিন্ডারে গ্যাস নেয়ার জন্য ইন্ট্রাকো’র সঙ্গে চুক্তিবদ্ধ হয় সুন্দরবন। এদিকে সুন্দরবনের এমন সিদ্ধান্তকে হটকারিতা বলে উল্লেখ করেন নাগরিক সমাজ। তারা মনে করেন ভোলায় গ্যাসের মজুদ থাকলেও ভোলাবাসীকে আবাসিক ও বাণিজ্যিক নতুন কোন সংযোগ দেয়া হচ্ছে না। জেলায় ব্যবহারের সুযোগ না দিয়ে কোন গ্যাস কোথাও নিতে দেয়া হবে না। ওই সভায় সুন্দরবন অফিস ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত ©২০২৩ ভোলা প্রতিদিন.কম
Theme Customized By Shakil IT Park

You cannot copy content of this page