মো: আরিয়ান আরিফ।।
বিএনপির চলমান কর্মসূচি পালন কালে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি করেছে ভোলা জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে পুনোরায় এই জাগায় এসে এসে সমাপ্ত হয়।
এসময়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ‘খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই’।’ মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই’ ।
শোক র্যালিতে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউর রহমান কিরন,সদস্য রাইসুল আলম,যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক,মো. কবির হোসেন, রব আকন (কমিশনার),
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, সেচ্ছাসেবকদকের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার,
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল রাসেল, সিনিয়র যুগ্ন আহবায়ক সাখাওয়াত শাকিল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না,পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মন্জ্ঞু সদস্য সচিব জাকারিয়া বেলাল সহ প্রমুখ।
এছাড়াও নূর আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ যোহর কবর জিয়ারত ও দোয়া আয়োজন করে জেলা ছাত্রদল।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন পর ৩ আগস্ট মরা যান।
You cannot copy content of this page