দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে বসতঘরে বসে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাম্মদ আয়না (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে তাঁর সহযোগী স্বামী মো: মনির পালিয়ে যান। আজ সোমবার দিবাগত রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তাঁর বসতঘর থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল ভোলা প্রতিদিনকে জানান, বসতঘরে বসে ওই নারী মাদক বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ মোসাম্মদ আয়না নামের ওই নারীকে গ্রেপ্তার করে। এসময় তার সহযোগী স্বামী মনির পালিয়ে যান। তারা দুজনেই মাদক ব্যবসায়ী।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, জানান ওসি।
You cannot copy content of this page