1. mail.bholaprotidin@gmail.com : admin :
  2. sh.sakil@gmail.com : News Desk : Desk News
  3. admin@bholaprotidin.com.bd : admin :
  4. zakirjournalist@yahoo.com : zakir :
ভোলায় নবগঠিত সদর উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত - ভোলা প্রতিদিন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা “ ভোলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ। সুস্হ্য ধারার নাটক নির্মান করে প্রশংসায় ভাসছেন প্রযোজক- মীর ফখরুদ্দিন ছোটন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, সিদ্ধান্ত দেবে আদালত খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার। বরিশাল বিভাগীয় রোডমার্চ সফল করতে ভোলা ছাত্রদলের প্রস্তুতি সভা। ভোলায় বি‌দেশী পিস্তল ও গু‌লিসহ এক যুবক আটক ভোলায় বিদেশী পিস্তল ও গু‌লিসহ যুবক আটক ভোলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চরফ্যাশনে এসিআই মটরস্’র সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সেরা প্রশিক্ষক নির্বাচিত হলেন ভোলার ইউসুফ ইফতি

ভোলায় নবগঠিত সদর উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

মোঃ আরিয়ান আরিফঃ

ভোলা সদর উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

প্রধান অতিথি বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন,
কৃষিকাজে সর্বপ্রথম বিপ্লব ঘটিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। কৃষকদের আধুনিকায়নে জিয়াউর রহমান আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন। আজ কৃষিকাজে যে বিপ্লব ঘটেছে তা শুধু জিয়াউর রহমানের জন্যই সম্ভব হয়েছে।তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী, লঞ্চ মালিক এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন বর্তমান স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী রয়েছেন। আমরা গিয়াস উদ্দিন আল মামুনের মতো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার কারামুক্তির দাবী জানাচ্ছি। আমরা অনতিবিলম্বে গিয়াস উদ্দিন আল মামুনের নিঃশর্ত মুক্তির জোর দাবী করছি।

তিনি আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সরকার পতনের আন্দোলন-সংগ্রামসহ সকল কর্মসূচিতে নবগঠিত সদর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে মিশে কৃষক দলকে শক্তিশালী করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভোলা জেলা কৃষকদলের মো. আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক  মো. রফিকুল ইসলাম (জনতার রফিক), ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, মো.এনামুল হক,কবির হোসেন,ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম প্রমুখ।

পরিচিতি সভায় সদর উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত ©২০২৩ ভোলা প্রতিদিন.কম
Theme Customized By Shakil IT Park

You cannot copy content of this page