স্টাফ রিপোর্টার:
ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন কে গ্রেপ্তার করেছে ভোলা সদর থানা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাঁত ৮ টার সময় শহরের কালীখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিএনপির ডাকা অবরোধের পক্ষে মিছিল করছিলেন। এ সময় পুলিশ বিএনপি নেতা কবির হোসেনকে গ্রেপ্তার করে।
এই খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মোঃ শাহীন ফকির বলেন, নাশকতার অভিযোগে পুলিশ বিএনপি নেতা কবির হোসেনকে রাতে কালীখোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
You cannot copy content of this page