চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন মোসা. তানজিলা নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে। গতকাল শুক্রবার রাতে চরফ্যাশন আধুনিক হাসপাতালে চার নবজাতক জন্ম নেওয়ায় তাদের পরিবারে বইছে আনন্দের বন্যা।
গৃহবধূ তানজিলা উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর মো. শাহাবুদ্দিনের স্ত্রী।
মো. শাহাবুদ্দিনের পরিবার জানায়, শুক্রবার দুপুরের দিকে প্রসব বেদনা নিয়ে চরফ্যাশনের আধুনিক হাসপাতালে ভর্তি হন তানজিলা। পরে আধাঘণ্টার মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা সুস্থ রয়েছেন। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য তারা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চরফ্যাশন আধুনিক হাসপাতালের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, ভূমিষ্ঠ হওয়া নবজাতকদের ওজন কম। তাই চার শিশুর উন্নত চিকিৎসা জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।
You cannot copy content of this page