লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে ১শত পিস ইয়াবাসহ মো. রুবেল ও মো. তুহিন নামে দুই যুবক কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটক মো: রুবেল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা অহিদ হাওলাদারের ছেলে এবং মো: তুহিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম মিঝির ছেলে।
জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায় লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেনের নের্তৃত্বে একদল চৌকস টিম অভিযান চালায়। এসময় ১শত পিস ইয়াবাসহ রুবেল ও তুহিন কে আটক করতে সক্ষম হন তারা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব উল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
You cannot copy content of this page