1. mail.bholaprotidin@gmail.com : admin :
  2. sh.sakil@gmail.com : News Desk : Desk News
  3. admin@bholaprotidin.com.bd : admin :
  4. zakirjournalist@yahoo.com : zakir :
ভোলায় মধ্যরাতে আগুনে পুড়ল ৯ দোকান - ভোলা প্রতিদিন
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

ভোলায় মধ্যরাতে আগুনে পুড়ল ৯ দোকান

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট  বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বুধবার  (১১ সেপ্টেম্বর) রাত  পৌনে এক টার দিকে বোরহানউদ্দিন উপজেলার তজুমউদ্দিন রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার কুঞ্জেরহাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আনুমানিক পৌনে ১ টার দিকে শুনতে পায় আগুনের ঘটনা। প্রাথমিক ধারণা করা হচ্ছে আহাদআলীর  লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত। এ সময় সেই আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিন উপজেলা থেকে  ফায়ার সার্ভিসের  ৫টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাথে বোরহানউদ্দিন থানা পুলিশের ২টি টিম এবং স্থানীয় জনগনের সহায়তায়  তিন ঘণ্টা ২৫মিনিটের  প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে  আগুনে পুড়ে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরনবী  বলেন, কয়েকদিন আগে দেড় লাখ টাকার মালামাল উঠাইছিলাম। তাছাড়াও দোকানে আরও অনেক টাকার মাল ছিল। আগুনে আমার সব মালামাল পুড়ে গেছে। আমি সরকারের কাছ থেকে সাহায্য চাই। এছাড়াও স্বর্নকার কামালের দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিল্লুর রহমান  বলেন, আমার দোকানের কিছু মালামাল সরানো গেলেও অনেক মালামালই ক্ষয়ক্ষতি হয়েছে।

কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আঃ রব কাজী বলেন, ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়, ৬দিন আগেও একই বাজারে তজুমউদ্দিন রোডের পূর্ব পাশে আগুনে পুড়ে বসতভিটা শেষ।

বোরহানউদ্দিন  ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ  বলেন, আমরা খবর পেয়ে মোট ৫টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে তিন ঘণ্টা ২৫ মিনিটের  প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এ ঘটনায় ৭টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এছাড়াও আরও ২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুজ্জামান বলেন, আমি এবং সহকারী কমিশন( ভূমি) মেহেদী হাসান,  খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত ©২০২৩ ভোলা প্রতিদিন.কম
Theme Customized By Shakil IT Park

You cannot copy content of this page