ভোলা প্রতিনিধি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
আগামী ১ বছরের জন্য ভোলায় কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিটিভির ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ভোলার প্রবীণ সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির নজরুল হক অনু। এর আগে,এদিন সকাল ১০টা থেকে ভোলা প্রেসক্লাবের হলরুমে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী চলে ভোটগ্রহণ।
এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সময় টেলিভিশনে এসোসিয়েট সিনিয়র রিপোর্টার নাসির উদ্দীন লিটন ও ডিবিসি নিউজের ভোলা জেলা প্রতিনিধি অচিন্ত মজুমদার। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ছিল ৩৪ জন,তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৩ জন।
এছাড়া অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হন একাত্তর টেভির কামরুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মাইটিভির আরিফ হোসেন লিটন, অর্থ সম্পাদক যমুনা টিভির জুয়েল সাহা বিকাশ,দপ্তর সম্পাদক এখন টিভির ইমতিয়াজুর রহমান। নির্বাহী সদস্য মোহনা টিভির জসিম রানা,দেশ টিভির ছোটন সাহা,ও এটিএন বাংলার এম ছিদ্দিকুল্লাহ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিড়া সম্পাদক পদে বিজয়ী হন এটিএন নিউজের মঞ্জু ইসলাম ও এশিয়ান টিভির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এম মহিউদ্দিন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এ নির্বাচন সাংবাদিকদের অন্যান্য সংগঠনের আগামী নির্বাচনের জন্য মাইলফলক। ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন,আগামীতে তাদের পেশাগত উন্নয়ন,সংগঠনের ঐক্য ও কার্যক্রমের বিকাশে কাজ করব। একই সাথে এ সংগঠন সাংবাদিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক নজরুল হক অনু বলেন,আমি মনে করি ভোলায় এর আগে সাংবাদিকদের যত ভোট হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে সুন্দর ভোট হয়েছে এবং সৌহার্দ্যপুর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন,অনেক পর্যবেক্ষক এসেছেন ভোটগ্রহণ দেখতে তারা সকলেই সন্তুষ্ট হয়েছেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন শেষ করতে পেরেছি,এটাই আমাদের স্বার্থকতা।
