স্টাফ রিপোর্টারঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় শহরের যোগীর ঘোলস্ত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লির সমাগম হয়।
করোনা মহামারিার কারণে গত দুই বছর জেলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে এবার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।
এ সময় ভোলার জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ সরকারি-বেরসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন।
এছাড়াও শহরের হাটখোলা জামে মসজিদ, খলিফাপট্টি জামে মসজিদ, নতুন বাজার কোর্ট জামে মসজিদ, কাবিল জামে মসজিদ, বাংলাস্কুল মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ, বাপ্তা ভোটের ঘর ইউনিয়ন পরিষদ মাঠ, বড় মসজিদ, গাজিপুর রোড মক্কী মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের জামাতে অংশ নেন।
এদিকে, ঈদকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Leave a Reply