ভোলার লালমোহনে মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে বাবার মৃত্যু

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় নসিমন-মটরসাইক সংঘর্ষে আব্দুল রশিদ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ মে) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল রশিদ ওই ইউনিয়নের সরদার বাড়ির মৃত আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে।রশিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে সিএনজি চালাতেন। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ ও মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি।

নিহত রশিদ এর বড় ভাই শাজাহান বলেন, রশিদ জুমআর নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। তাদের মটরসাইকেলটি ইসলামপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশিদ।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।