ঈদের ছুটিতে ভোলার দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ঢল
স্টাফ রিপোর্টারঃ
ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের সর্ব দক্ষিণের পর্যটন এলাকা দ্বীপ জেলা ভোলায়। গত দুই বছর করোনায় বিধি-নিষেধ থাকার পর এ বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফলে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের আনা-গোনায় আবারো মুখরিত হয়ে উঠেছে ভোলার বিভিন্ন এলাকার পর্যটন স্পটগুলো।
জেলার চরফ্যাশনে দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু জ্যাকব টাওয়ার, দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং মেঘনা নদীর কোলঘেঁষা মনোরম পরিবেশে গড়ে ওঠা বেতুয়া, ইলিশা, তুলাতুলি পাড়ে হই-হুল্লোড় আর আনন্দে মেতে উঠছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।
ঈদের ছুটির ২ দিন শেষ হওয়ার পরেও শুক্রবার (৬ মে) জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে চরফ্যাশনের সর্বাধুনিক ও সুউচ্চ জ্যাকব ওয়াচ টায়ার, দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, মেঘনা নদীর তীরের বেতুয়া প্রশান্তি পার্কসহ সব স্পটগুলোতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।এছাড়াও ভোলা সদরের মেঘনার তীরের ইলিশা, তুলাতুলি, তেঁতুলিয়া এলাকায় ঈদের ছুটিতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে একটু বিনোদনের আশায় এসব জায়গায় দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ প্রিয় মানুষ।
শুধু স্থানীয়রাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেধে ছুটে আসছে মানুষ। নদীর পাড়ে হই-হুল্লোড় আর আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।
কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ছবি তুলছেন। আবার নদীর জলে স্পিডবোট আর নৌকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন।