আটক হলো ইলিশা লঞ্চ ঘাটে টিকেটের মূল্য বাড়তি নেয়ার মূল হোতা

ভোলা প্রতিনিধিঃ দীর্ঘদিন পর হলেও আটক হলো ইলিশা লঞ্চ ঘাটের টিকেটের মূল্য বাড়তি নেয়ার মূল হোতা কাউন্টার ম্যান লিটন (২৮)। সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (জেলা এনএসআই) ভোলা এর তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে ‘ইলিশা লঞ্চ ঘাটে’ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত ঘাট টিকেট ৫ (পাঁচ) টাকার স্থলে ১০ (দশ) টাকা নেওয়ার অপরাধে কাউন্টার ম্যান ‘মোঃ লিটনকে আটক করে সাতদিনের জেল দেয় ভ্রাম্যমান আদালত। এর সাথে ইজারাদার কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় ঘাট ইজারাদারের পক্ষে তার প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদ পরবর্তীতে বাড়তি টিকেট ফি আদায় করবে না এই মর্মে মুচলেকা প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, দীর্ঘদিন যাবৎ ইলিশা লঞ্চ ঘাটে সরকার কর্তৃক নির্ধারিত ৫ মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন ঘাট ইজারাদারের লোকজনরা। দীর্ঘদিন যাবৎ এ ধরনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় ঘাটে যাতায়াত কৃত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি হাতেনাতে আমাদের কাছে ধরা পড়ে। এ ঘটনায় জড়িতদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। আশা করছি সামনের দিন গুলোতেও ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অব্যাহত থাকবে।