ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব (২২) নামের এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দারাগা বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত নিরব উপজেলার চরখলিফার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়ির সিরাজের ছেলে ও আব্দুস সালামের নাতি। জানা যায় , নিহত নিরব উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের দারাগা বাড়ির পাশে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এসময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।