স্টাফ রিপোর্টারঃ
ভোলায় আগামী ১৭ ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি যথাযথ ভাবে পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। এ সময় আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠিনিক সম্পাদক সফিকুল ইসলাম জানান, আগামী ১৭ মে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা এবং ১৫ ই আগষ্টে শহীদদের স্মরণে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
Leave a Reply