ভোলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে তার নানা বাড়িতে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়।
সকাল ৯টায় নানা বাড়ি সংলগ্ন মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নানা বাড়ির সামনে মসজিদের পাশের কবরস্থান দাফন করা হয় তাকে।
এর আগে রবিবার (৫ জুন) দুপুর ৩ টায় হানিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো. আলমগীর। তিনি আরও জানান, হাবিবুরের দেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে হাবিবুরের গোসল শেষ করে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেই। ভোলায় এসে পৌচ্ছাই রাত ২ টা ১০ মিনিটে।
খবর পেয়ে সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির পক্ষে নিহতের পরিবারের আর্থিক সহায়তা করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯ টায় দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিরত ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। ওই রাতেই ভয়াবহ বিস্ফোরণে অন্য সবার সঙ্গে প্রাণ যায় হাবিবুরের।
Leave a Reply