স্টাফ রিপোর্টারঃ
ভোলায় ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ টি সিএনজি আটক করেছে পুলিশ। সোমবার ভোলা ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলার পুলিশ পরিদর্শক ( টিআই) আব্দুল গনি জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ভোলায় বিভিন্ন সড়ক- মহাসড়কে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহন চলাচল অধিকতর বৃদ্ধি পেয়েছে। বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নজরে আসলে অনাকাংক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সব থানা ও ট্রাফিক বিভাগকে ঝুঁকিপূর্ণ সিলিন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সোমবার ভোলা সদর ট্রাফিক বিভাগ ঝুঁকিপূর্ণ সিলেন্ডারযুক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ টি সিএনজি আটক কর।
তিনি আরও জানান, আটক বাহন থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলেন্ডার খুলে রাখা হয়েছে এবং পরিবর্ততে সড়ক – মহাসড়কে এ ধরনের যানবাহন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়ছে। এই ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য জেলা ট্রাফিক বিভাগ ও থানা সমূহকে নির্দেশনা প্রদান করেছেন।
Leave a Reply