এইচ এম জাকির:-
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত ছাত্রদল সভাপতি নুর আলমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভোলা খেয়াঘাট সড়ক এলাকায় তার নিজ বাসভবনের সামনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাত পোনে দশটার দিকে খেয়াঘাট সড়কের চৌমুনী এলাকায় আলতাজের রহমান ডিগ্রী কলেজের মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ মাঠে জানাজার নামাজ পড়তে আসা হাজার হাজার মানুষের ঢল নেমে যায়।
এতে অংশ নেয় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অর রশিদ ট্রুম্যান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক
থানা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা সহ হাজার হাজার মানুষ। জানাজা নামাজ শেষে মুসুল্লিরা আলমেররুহের মাগফেরাত কামনা করেন।
Leave a Reply