ভোলায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল মাদ্রাসা শিক্ষকের

দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে ট্রলি চাপায় মাওলানা আবুল খায়ের (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তিনি দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ্ মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।

দৌলতখান থানার ওসি জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত শিক্ষক আবুল খায়ের মোটরসাইকেল চালিয়ে বোরহানউদ্দিনের নিজ বাড়ি থেকে দৌলতখানের নিজ কর্মস্থল মাদরাসায় যাচ্ছিলেন। এসময় উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট-বালু বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখী ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।