ভোলায় বাড়ছে লাশের সংখ্যা, জনমনে সৃষ্টি হচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় একের পর এক ঘটছে অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা। বাড়ছে লাশের সারি। গেলো কয়েকদিন যাবত একের পর এক সড়ক দুর্ঘটনা, ঝুলন্ত মরদেহ, অজ্ঞাত মরদেহ, ভাসমান মরদেহ সহ বাড়ছে বিভিন্ন ভাবে মৃত্যুর সংখ্যা। বাড়ছে লাশের মিছিল। জনমনের সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। একটি মৃত্যুর রেস কাটতে না কাটতেই আরেকটি মৃত্যুর খবর চলে আসে বিভিন্ন গণমাধ্যম সহ প্রশাসনের কাছে। তেমনিভাবে ভাবে সন্ধান মিলে শহরের হাটখোলা জামে মসজিদ সংলগ্ন পুকুরে ভাসছে রফিকুল ইসলাম কডু (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ। শনিবার ( ১৮ মার্চ) রাতে আনুমানিক ৮টার সময় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি হলেন, রফিকুল ইসলাম কডু। তিনি ভোলা পৌরসভার

৫ নং ওয়ার্ডের তিন খাম্বা এলাকার বাসিন্দা মৃত কবির কসাইর ছেলে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত আনুমানিক ৮টার স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তি রফিকুল ইসলাম কডু পার্শ্ববর্তী তিন খাম্বা এলাকার বাসিন্দা মৃত কবির কসাইর ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, ওনি মাংসের দোকানে কাজ করতো এবং নামাজ কালাম পড়তো, তবে এটাও শোনা গেছে ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলো। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।