ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২১৫ পিস ইয়াবা সহ আটক -১

ভোলা প্রতিদিন রিপোর্ট ||

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়ন হইতে ১২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

গত মংগলবার (২১শে মার্চ) দুপুর ২:৩০ মিনিটে এসআই (নিঃ) গোলাম মোস্তফা, এএসআই সুজন, সংগীয় ফোর্সসহ ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কালুপুর সাকিনে ইলিশা লঞ্চঘাট থেকে ১২১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শাহাবুদ্দিন (৩০), সাং চর খলিফা, ৮ নং ওয়ার্ড, থানা-দৌলতখান, জেলা-ভোলাকে গ্রেফতার করেন।

আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।