ভোলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন
ভোলা প্রতিদিন রিপোর্ট ||
ভোলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি এবং গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
বুধবার (২২শে মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ভোলা জেলা সহ সারাদেশে ৩৯,৩৬৫ টি ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সারাদেশে ০৭টি জেলা ও ১৫৯ টি উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। প্রধানমন্ত্রীর ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক ভোলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মমিন টুলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, ভোলা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লা, সভাপতি, ভোলা জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মিরা, বিভিন্ন দফতরের সরকারী-বেসরকারী কর্মকর্তারা ও উপকার ভোগীরা।
চতুর্থ পর্যায়ে ভোলা সদর উপজেলায় ৯০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।