ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল
মোঃ আরিয়ান আরিফঃ
ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রমজানের পবিত্রতা রক্ষা ও দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান তারা।
বুধবার (২২মার্চ) বিকেল ৪টার দিকে ভোলা সদর রোডে এ মিছিল করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে মিছিলটি ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নতুন বাজার গিয়ে সমাপ্ত হয়। এতে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন রমজান মাস আত্মসংযমের মাধ্যমে গুণাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্দা সুযোগ রয়েছে। এ মাসেই আত্নগঠনের মাধ্যমে তওবা করে মুত্তাকী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই মুসলমানরা রমযানের পবিত্রতা করবে। দিনের বেলায় হোটেল রেস্তরা বন্ধ, অশ্লীল বেহায়াপনা বন্ধ ও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়