ভোলায় ‘বাঁধন’কে ফ্রিজ উপহার দিলেন জেলা প্রশাসক
ভোলা প্রতিদিন রিপোর্ট||
ভোলায় রক্তদাতা সংগঠন বাঁধনকে ফ্রিজ উপহার দিলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে দেশের রক্তদাতা সংগঠন বাঁধনের ভোলা সরকারি কলেজের ইউনিটের সদস্যদের হাতে উপহার সামগ্রী হিসেবে ফ্রিজটি তুলে দেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে বুকে ধারণ করে দেশের রক্তদাতা সংগঠন বাঁধনের শুরু হয় পথচলা। ১৯৯৭ সালের ২৪ শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ প্রতিষ্ঠা করেন রক্তদাতা সংগঠন বাঁধন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের দিকে ভোলা সরকারি কলেজে প্রথম কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে ভোলায় চালু হয় বাঁধনের একটি ইউনিট। প্রথমে তাদের কার্যক্রম চালাতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও ধীরে ধীরে তাদের পথচলা অনেকটা সহজ হয়ে পুরো ভোলা জেলা জুড়ে বিস্তৃত হয়ে পড়ে এর কার্যক্রম। তবে একটি ফ্রিজের অভাবে তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে অনেকটাই বেগ পেতে হয়েছে সংগঠনটির সদস্যদের। কিন্তু কোনভাবেই ফ্রিজের সমস্যা সমাধান না হওয়ায় একপর্যায়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের সদস্যরা। অবশেষে বিষয়টিকে আমলে নিয়ে ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে বাঁধন সংগঠনের সকল সদস্যদের ডেকে তাদের হাতে তুলে দেন বিশাল আকৃতির একটি ফ্রিজ। ফ্রিজটি হাতে পেয়ে সংগঠনের প্রত্যেক সদস্য আবেগে আপ্লুত হয়ে জেলা প্রশাসকের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবত রক্তদাতা সংগঠন বাঁধনের কার্যক্রমে আমরা সন্তোষ প্রকাশ করে তাদেরকে এই ফ্রিজটি দেওয়ার সিদ্ধান্ত নেই। আমরা চাই এই ফ্রিজের মাধ্যমে ভুলায় তারা রক্ত সংরক্ষণ করে বিভিন্ন মুমূর্ষ রোগীদের প্রয়োজনে যেন এই রক্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। এমন কি রক্তদাতা সংগঠন বাঁধন কে দেয়া আমাদের পক্ষ থেকে এই উপহারটি আগামী দিনে তাদের কার্যক্রম আরো গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।