ভোলার লালমোহনে যুব মহিলা লীগের উদ্যেগে উঠান বৈঠক কর্মসূচি
লালমোহন প্রতিনিধি ||
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করার লক্ষ্যে ভোলার লালমোহনে যুব মহিলা লীগের উদ্যেগে উঠান বৈঠক কর্মসূচি শুরু করেছে।
লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে পৌর ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকায় যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুসঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, ভোলা-৩ আসন ছিল সবচেয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা। ২৩ বছর এখানে বিএনপির মেজর হাফিজ এমপি থেকে কোন উন্নয়ন করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে জননেত্রী শেখ হাসিনা এই এলাকার প্রতি বিশেষ দৃস্টি দেন। শেখ হাসিনার কারণে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
উঠান বৈঠকে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওনের সহধর্মিনী ফারজানা চৌধুরী রত্না। গেস্ট অব অনার এর বক্তব্যে রত্না বলেন, নূরুন্নবী চৌধুরী শাওন এই এলাকার মানুষ। তিনি এই এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মানুষের ভরসার কেন্দ্র হয়ে উঠেছেন। যেকোন দুর্যোগে তিনি সবসময় পাশে থাকেন। তিনি আরো বলেন, সাংসদ শাওনের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে।
লালমোহন পৌর যুব মহিলা লীগের সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, শাহজামাল দুলাল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুমসহ স্থানীয় এলাকাবাসীরা।