বিনোদন ডেস্ক :-
ইন্ডিয়ান সিরিয়াল থেকে এ দেশের দর্শকদের নিজ দেশের মিডিয়া তথা টিভির সামনে ফিরিয়ে এনেছেন বিশিষ্ট্য নাটক নির্মাতা ও প্রযোজক, ভোলার সন্তান মীর ফখরুদ্দিন ছোটন।
তার নির্মিত নাটকগুলো বেশ সুন্দর ও সাবলিল ভাষায় হওয়ায় ভারতিয় চ্যানেলগুলো থেকে দর্শকরা আমাদের দেশের চ্যানেল গুলোতে ফিরতে শুরু করেছে।
বর্তমানে তার প্রযোজনায় সিরিয়াল ধারাবাহিক ” টাকা কোন ব্যাপারই না ” বেশ জনপ্রিয়তা পেয়েছে।প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় মাছরাঙা টিভিতে নাটকটি দেখানো হয়।
কাহিনী সংক্ষেপ
এ দুনিয়াটা যেন টাকার খেলা। যার কাছে টাকা আছে তার কাছেই আছে সব ক্ষমতা আর যার কাছে টাকা নাই তার কাছে কোনো কিছুই নেই। মজনু গ্রামের একটা ছেলে। হঠাৎ করে একদিন সে আর তার সহযোগী এক বাক্স টাকা পেয়ে যায়। টাকা পাওয়ার পর তাদের দুজনের মাথা হয়ে যায় খারাপ। কারণ এত টাকা তারা তাদের জীবনের চোখেও দেখিনি।
এখন দুজন মিলে ঠিক করতে থাকে কিভাবে টাকা লুকিয়ে রাখা যায়। কিন্তু কিছুতেই টাকা লুকিয়ে রাখার কোনো পন্থা তারা খুঁজে পায়না। অতঃপর ঐদিন রাতে অন্ধকারে দুজন মিলে বাঁশ গাছের নিচে গর্ত করে টাকা লুকিয়ে রাখে। সেই ঘটনা আবার দেখে ফেলে ফারিয়া।এবং ফারিয়ার সাথে সাথে এই ঘটনা জানিয়ে দেয় তার ভাই ঢাকার বিখ্যাত ডন টুটুল কে। টুটুল আবার একজন অদ্ভুত মানুষ। সে অনেক সম্পত্তির মালিক। তার কি পরিমান টাকা তা সে নিজেও জানে না। সে বিভিন্নভাবে তার সম্পত্তি নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে থাকে।
একদিন তার অফিস থেকে বিশাল অংকের টাকা নিয়ে পালিয়ে যায় শিহাব সাহেব। আসলে শিহাব সাহেব পালিয়ে যায় না। টুটুল নিজেই তাকে পালিয়ে যেতে সাহায্য করে।আর গ্রামে যে বাক্স ভর্তি টাকা ফেলে রাখা হয়েছিল সেটা আসলে টুটুল সাহেবের একটা গেম। তার কাছে টাকা কোন ব্যাপারই না।
ওদিকে যে গ্রামে মজনু টাকা পায়, সেই গ্রামের চেয়ারম্যান বজলু সাহেব প্রচন্ড রাগী একজন মানুষ। বিয়ে করা তার শখ। স্ত্রীরা তার ভয়ে সর্বদা অস্থির থাকে। তার যুক্তি হলো এত টাকা দিয়ে কি হবে যদি না ভোগ করে যেতে পারা যায়। ওদিকে তার এক দূরসম্পর্কের আত্মীয় তাকে সে খবর দেয় যে পাশের গ্রামে এক লোক এসেছে ।যার কাছে প্রচুর টাকা। টাকার সন্ধানে সব লোক পাশের গ্রামে ছুটতে থাকে। ওদিকে গ্রামের সাংবাদিক গায়ক সবাই মিলে একটা ঘুরপাক খেতে থাকে। আর রহস্যময় চরিত্রের ফারিয়া কেন যে গ্রামে ঘুরছে বা কেন যে শহরে যাচ্ছে সেটা কেউ বুঝতে পারে না। একদিন এই গ্রামে এসে হাজির হয় ওই শিহাব সাহেব। যে সে ঘোষণা দেয় সে একটা সিরিয়াল নাটক বানাবে। এই নিয়ে শুরু হয় মহা কান্ড।
You cannot copy content of this page