নিজস্ব প্রতিবেদক ||
করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গাফলতির কথা বললেন ড.আশিকুর রহমান শান্ত । দেশে মহামারি ভাইরাস করোনা নিয়ে অর্থনীতিবিদ ড. শান্ত ৭১ টিভির লাইভ টকশো তে নানা মতপ্রকাশ করেছেন । করোনা আক্রান্ত ব্যক্তিদের সঠিক সংখ্যা, মৃত ও সুস্থ হওয়া ব্যক্তিদের তথ্য সংখ্যা সঠিক কিনা স্বাস্থ্য বিভাগের কাছে এমন প্রশ্ন তুলেছেন ড.শান্ত ।
তিনি গতকাল ০৩ই জুন বুধবার রাত এগারো টায় ৭১ টিবির টকশো লাইভ অনুসঠানে অতিথি হিসেবে
স্বাস্থ দপ্তরের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মহামারি করোনা ভাইরাস নিয়ে যুক্তিযুক্ত অসংখ্য প্রশ্নের জালে আটকে দেন তিনি। জাতির এই ক্লান্তিলঘ্নে বিশাল জনগন অধ্যুষিত বাংলাদেশের মানুষ কে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখযোগ্য ও দৃশ্যমান কি ব্যাবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব হবিবুর রহমান । দীর্ঘক্ষন যাবৎ চলমান ঐ টকশোতে ড. শান্ত স্বাস্থ্য বিভাগের নানা অসংগতির কথা হাতে কলামে বুঝেয়ে দেন তিনি। টকশোতে তিনি বলেন, কেন এখনো বাংলাদেশের মানুষের কাছে করোনা’র এন্টিবডি পৌছানো সম্বভ হয়নি।
তার পরদিন, ০৪ই জুন বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৪ জুন) এ বদলি এনে আদেশ জারি করেছে।
অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হাবিবুর রহমান সহ টকশোতে আরও অতিথি ছিলেন এটিএন নিউজ এর বার্তা সম্পাদক মানোষ ঘোষ। টকশো টি সঞ্চালনায় ছিলেন ৭১ টিভির সাংবাদিক মিথিলা ফারজানা।