“শেষ অধ্যায়”
তুমি আমায় দেবতাদের দেয়া
অভিশপ্ত সিসিফাস ভেবোনা,
আসলে আমি হই, জলন্ত কোনো অগ্নিকুণ্ড, অথবা ভালোবাসার
দুরন্ত কোনো এক
দুর্বাঘাস।
যেখানে তুমি নিশ্চেন্তে মুখ ডুবিয়ে
শ্বাস নিতে পার। অথবা তুমি
জানই না, কিংবা বুঝতেই চাওনা,
আমি কি নিখুঁত পরিকল্পনায়
আমার প্রেমকে বাঁচিয়ে রাখি,
যেখানে পরিপূর্ন হয় তোমার
নির্বিঘ্নে বসবাস।
নির্জলা রাত্রির নিকষ কালো
আঁধারের ও জানা ছিলোনা, উচ্ছ্বল
সূর্যের অলোয় কেমন করে
মুষড়ে পরেছিলো সূর্যমুখীর
অন্তিম সজ্জা, কোনো এক
নির্লজ্জ বেদনায়।
কি নিদারুন কষ্টে সেদিন
বলেছিলে, ভালোবাস আমায়।
তাইতো অভিমানী ফুলেরা এসে
মুগ্ধ করেছিলো বর্নিল মাধবীলতায়।
তখনই যেন রচিত হয়েছিল
তোমার আমার ভালোবাসার শেষ অধ্যায়।
লেখক :- জিনাত নাজিয়া
You cannot copy content of this page