1. mail.bholaprotidin@gmail.com : admin :
  2. sh.sakil@gmail.com : News Desk : Desk News
  3. admin@bholaprotidin.com.bd : admin :
  4. zakirjournalist@yahoo.com : zakir :
দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী। - ভোলা প্রতিদিন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ ভোলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় ভোলা ক্রিকেট একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত ভোলায় রবিন চৌধুরির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তির দাবি ভোলায় চরসামাইয়া ইউনিয়ন থেকে ২ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক। ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান ভোলায় রাসূল(সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়

দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৬৫০ বার পঠিত

ইসমাইল হোসেন আরিফ:-

গত ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আগামী ১০ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হবে। এর আগেই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে । গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে তিনি এসব তথ্য জানান। তিনি আরও বলেন, “উপজেলা গুলোর তালিকা পেয়েছি। সেই অনুযায়ী কমিশন প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত নিলে যেকোনো সময় হয়তো রোজা শুরু হওয়ার আগেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

বর্তমান ক্ষমতাশীন সরকার দল বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে উপজেলা পরিষদ সহ স্থানীয় কোন পর্যায়ের নির্বাচনে ‘নৌকা প্রতিক থাকছেনা এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। এমন কি কেন্দ্রীয় ভাবে কাউকে দলীয় মনোনয়ন দিবেন না দলটি, এমন ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠে প্রতিযোগিতার হাওয়া বইতে শুরু করেছে।

উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা জেলার দৌলতখান উপজেলায় একাধিক প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন বলে এমন পূর্বাভাস চলছে এখানকার নির্বাচনী মাঠে। প্রার্থীরা তাদের নিজের কর্মীদের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে জানান দিচ্ছেন আসছে নির্বাচনে প্রার্থী কে বা কারা হবেন, ইতিমধ্যেই এমন প্রচারণা লক্ষ করা গেছে ।

জানা যায়, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ও যিনি বর্তমান মেয়াদ সহ পরপর দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঞ্জুর আলম খান’ এবারও তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অন্যদিকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের তালিকায় রয়েছে, দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, দৌলতখান পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ভোলা জেলা আওয়ামী লীগের বর্তমান সহ- সভাপতি ‘মামুনুর রশিদ বাবুল চৌধুরী’ উপজেলা চেয়ারম্যান’ পদে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।

এবারে দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেশ কয়েকজন তরুন প্রার্থীর নাম জোরালো ভাবে শোনা গেলেও, তাদের মধ্যে অন্যতম চরখলিফা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি এবং ৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান – শামীম হোসেন অমি চৌধুরী’ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা গেছে।

দৌলতখান উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানা যায়।

এছারাও উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ৪নং উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াছিন লিটন’ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে নাম শোনা যাচ্ছে। এই পাঁচ প্রার্থীর বাইরেও উপজেলা চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থীর নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে। তবে তারা এখনও কেউ প্রার্থীতা ঘোষণা করেনি। এবার চমক আসতে পারে এমন প্রত্যাশাও চলছে দৌলতখানের নতুন ভোটারদের মধ্যে।

সরেজমিনে গিয়ে স্থানীয় একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্বাচনে নৌকা প্রতীক তুলে দিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সাধারণ ভোটার’রা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। এবার প্রার্থীরা মাঠে নির্বাচন করুক, যার জনপ্রিয়তা বেশী সে-ই বিজয় লাভ করবেন। এখন পর্যন্ত যারা প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন তারা সকলেই যোগ্য প্রার্থী বলে অভিমত ব্যক্ত করেন দৌলতখান উপজেলার ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, জনপ্রিয়তা যাচাইয়ের জায়গা এটা। নির্বাচনী মাঠ উন্মুক্ত থাকলে বুঝা যাবে কে যোগ্য প্রার্থী। সাধারণ ভোটাররা যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন। তফসীল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে এরই মধ্যে।

কে হবেন? আগামী দিনে দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ নিয়ে ভোটাররা চুল ছেড়া বিশ্লেষনে নেমেছেন। তবে কে কে চুড়ান্ত প্রার্থী হবেন এর জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনী তফসীল ঘোষণার পর পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত ©২০২৩ ভোলা প্রতিদিন.কম
Theme Customized By Shakil IT Park

You cannot copy content of this page